RSS : Articles / Comments


উইন্ডোজ এক্সপি ইন্সটল করার পর উইন্ডোজ ভিসতা চালু হচ্ছে না!!

১:১০ PM, Posted by মাহবুব, No Comment

আপনি যদি এক্সপি এবং ভিসতা দুটিকেই চালাতে চান, তবে আপনাকে প্রথমে এক্সপি ইন্সটল করতে হবে এবং এরপর ভিসতা ইন্সটল করতে হবে। উইন্ডোজ এক্সপিকে যদি উইন্ডোজ ভিসতার পরে ইন্সটল করা হয় তবে উইন্ডোজ এক্সপির বুট লোডার উইন্ডোজ ভিসতার বুট লোডারকে প্রতিস্থাপিত করে।
এ কারণে আপনি যদি উইন্ডোজ ভিসতার পরে উইন্ডোজ এক্সপি ইন্সটল করে থাকেন তবে আপনি ভিসতাতে বুট করতে পারবেন না। কিন্তু নিচের কয়েকটি ধাপ অনুসরণ করেই আপনি আপনার উইন্ডোজ ভিসতার বুট লোডারকে পুনরুদ্ধার করতে পারবেন।

ধাপ 1: VistaBootPRO ডাউনলোড করুন।এটা একটা চমৎকার Software যা উইন্ডোজ ভিসতার বুট লোডারকে মাত্র কয়েক সেকেন্ডে পুনরায় ইন্সটল করতে পারে।

ধাপ 2: Software টি ইন্সটল করে রান করুন।

ধাপ 3: এবার নিচের ছবির মত Bootloader বাটনে ক্লিক করুন



ধাপ 4: অপশন থেকে “Reinstall the Vista Bootloader” সিলেক্ট করুন এবং “Configure It” বাটনে ক্লিক করুন।
ব্যস হয়ে গেল। এটা আপনার বুটলোডারকে ইন্সটল করবে। এছাড়া আপনি এর মাধ্যমে সম্পাদনা করতে পারবেন বুটলোডারের টাইমআউট, ডিফল্ড বুট এন্টারি, বুট এন্টারি লেভেল প্রভৃতি।

ডাউনলোড লিংক

লিনাক্সের পার্টিশন(ext2/ext3) ব্যবহার করুন উইন্ডোজে থেকেই

১১:৪৪ PM, Posted by মাহবুব, No Comment

আমরা সাধারন ভাবে জানি যে উইন্ডোজের পার্টিশন(NTFS, FAT32) লিনাক্সে ব্যবহার করা গেলেও লিনাক্সের পার্টিশন(ext2, ext 3) উইন্ডোজে ব্যবহার করা যায় না। কিন্তু নিচের চারটি আর্কষনীয় চারটি টুল ব্যবহার করে আপনি সহজেই আপনার লিনাক্স পার্টিশনগুলো উইন্ডোজে থেকে Access করতে পারবেন।

1)Explore2fs (Read-only Access)
2)Ext IFS (Installable File System) (Read as well as Write Access)
3)DiskInternals Linux reader(Read-only Access)
4)Ext2 FSD (File System Driver) (Read as well as Write Access)


Explore2fs:

এটা উইন্ডোজর সকল ভার্সনেই চলবে এবং এটা ext2/ext3 ফাইল সিস্টেম রিড করতে পারে।

http://img128.imageshack.us/img128/9207/explore2fs.png

ডাউনলোড লিংক http://www.chrysocome.net/explore2fs

Ext2 IFS (Installable File System)

Ext2 IFS উইন্ডোজ NT4.0/2000/XP/2003/Vista সাপোর্ট করে এবং লিনাক্সের Ext2 ফাইল সিস্টেম পূর্ণ ভাবে Access করতে পারে(read access and write access).

http://img244.imageshack.us/img244/6081/ext2ifs.png

ডাউনলোড লিংক http://www.fs-driver.org/download.html

DiskInternals Linux reader:

DiskInternals Linux reader উইন্ডোজের সকল ভার্সনেই চলবে এবং এটা দ্বারা ext2/ext3 ফাইল সিস্টেম ব্রাউজ করা যাবে। এই টুলটি read-only.

http://img128.imageshack.us/img128/2973/diskinternalslinuxreade.png

ডাউনলোড লিংক http://www.diskinternals.com/linux-reader


Ext2 FSD (File System Driver)

Ext2 FSD হচ্ছে একটা ওপেন সোর্স লিনাক্স ext2/ext3 ফাইল সিস্টেম ড্রাইভার উইন্ডোজের জন্য(NT/2K/XP/VISTA, X86/AMD64)

http://img172.imageshack.us/img172/3888/ext2fsd.jpg

ডাউনলোড লিংক http://www.sourceforge.net/project/show … p_id=43775


 
META NAME="page-type" CONTENT="Free/> META NAME="audience" CONTENT="ALL/> META NAME="page-topic" CONTENT="garment's-buying,friend/> META NAME="author" content="garments-buying/> META NAME="Subject" CONTENT="garments-buying/>