RSS : Articles / Comments


লিনাক্সের পার্টিশন(ext2/ext3) ব্যবহার করুন উইন্ডোজে থেকেই

১১:৪৪ PM, Posted by মাহবুব, No Comment

আমরা সাধারন ভাবে জানি যে উইন্ডোজের পার্টিশন(NTFS, FAT32) লিনাক্সে ব্যবহার করা গেলেও লিনাক্সের পার্টিশন(ext2, ext 3) উইন্ডোজে ব্যবহার করা যায় না। কিন্তু নিচের চারটি আর্কষনীয় চারটি টুল ব্যবহার করে আপনি সহজেই আপনার লিনাক্স পার্টিশনগুলো উইন্ডোজে থেকে Access করতে পারবেন।

1)Explore2fs (Read-only Access)
2)Ext IFS (Installable File System) (Read as well as Write Access)
3)DiskInternals Linux reader(Read-only Access)
4)Ext2 FSD (File System Driver) (Read as well as Write Access)


Explore2fs:

এটা উইন্ডোজর সকল ভার্সনেই চলবে এবং এটা ext2/ext3 ফাইল সিস্টেম রিড করতে পারে।

http://img128.imageshack.us/img128/9207/explore2fs.png

ডাউনলোড লিংক http://www.chrysocome.net/explore2fs

Ext2 IFS (Installable File System)

Ext2 IFS উইন্ডোজ NT4.0/2000/XP/2003/Vista সাপোর্ট করে এবং লিনাক্সের Ext2 ফাইল সিস্টেম পূর্ণ ভাবে Access করতে পারে(read access and write access).

http://img244.imageshack.us/img244/6081/ext2ifs.png

ডাউনলোড লিংক http://www.fs-driver.org/download.html

DiskInternals Linux reader:

DiskInternals Linux reader উইন্ডোজের সকল ভার্সনেই চলবে এবং এটা দ্বারা ext2/ext3 ফাইল সিস্টেম ব্রাউজ করা যাবে। এই টুলটি read-only.

http://img128.imageshack.us/img128/2973/diskinternalslinuxreade.png

ডাউনলোড লিংক http://www.diskinternals.com/linux-reader


Ext2 FSD (File System Driver)

Ext2 FSD হচ্ছে একটা ওপেন সোর্স লিনাক্স ext2/ext3 ফাইল সিস্টেম ড্রাইভার উইন্ডোজের জন্য(NT/2K/XP/VISTA, X86/AMD64)

http://img172.imageshack.us/img172/3888/ext2fsd.jpg

ডাউনলোড লিংক http://www.sourceforge.net/project/show … p_id=43775

উবুন্টুতে কিভাবে সিটিসেলের মডেম এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করবেন

৯:০১ AM, Posted by মাহবুব, No Comment

উবুন্টুতে সিটিসেলের মডেম কনফিগার করা খুবই সোজা।
প্রথমেই চেক করে নিন উবুন্টু আপনার মডেম বা ফোনটিকে ডিটেক্ট করেছে কিনা।
এজন্য টারমিনাল খুলে কমান্ড দিন lsusb।

mahbub@ubuntu:~$ lsusb
Bus 005 Device 001: ID 1d6b:0002 Linux Foundation 2.0 root hub
Bus 004 Device 001: ID 1d6b:0001 Linux Foundation 1.1 root hub
Bus 003 Device 001: ID 1d6b:0001 Linux Foundation 1.1 root hub
Bus 002 Device 002: ID 05c6:3197 Qualcomm, Inc. CDMA Wireless Modem/Phone
Bus 002 Device 001: ID 1d6b:0001 Linux Foundation 1.1 root hub
Bus 001 Device 001: ID 1d6b:0001 Linux Foundation 1.1 root hub
mahbub@ubuntu:~$

এখানে দেখুন

Bus 002 Device 002: ID 05c6:3197 Qualcomm, Inc. CDMA Wireless Modem/Phone

এই লাইনটি হচ্ছে আপনার মডেমের ডিটেক্টেট অংশ

এরপর আপনার File System/etc তে দেখুন wvdial.conf নামক একটি ফাইল রয়েছে। আর যদি এটি না থাকে তবে টামির্নাল খুলে কমান্ড দিন sudo wvdialconf/etc/wvdial.conf । এতে /etc তে wvdial.conf নামক একটা file তৈরি হবে।
এখন Alt+F2 চাপুন, Run Application ওপেন হলে তাতে লিখুন gksu gedit. Gedit Text Editor ওপেন হবে।
এরপর File থেকে Open সিলেক্ট করুন এবং File System >>etc(/etc) থেকে wvdial.conf ফাইলটি ওপেন করুন।
এবার ফাইলে যা লেখা আছে তা মুছে দিয়ে নিচের অংশটুকু লিখুন বা কপি পেষ্ট করুন।

[Modem0]
Modem = /dev/ttyUSB0
Baud = 230400
SetVolume = 0
Dial Command = ATDT
Init1 = ATZ
FlowControl = Hardware (CRTSCTS)
[Dialer cdma]
Username = waps
Password = waps
Phone = #777
Stupid Mode = 1
Inherits = Modem0

ব্যস হয়ে গেল। এখন ফাইলটি সেভ করুন।
এরপর থেকে আপনি টামির্নাল থেকে sudo wvdial cdma কমান্ডটি দিয়ে ইন্টারনেটে যুক্ত হতে পারবেন।
আর সংযোগ বিচ্ছিন্ন করতে চাইলে ctrl+c চাপুন।

লাগবে নাকি লিংক????

১২:২৪ AM, Posted by মাহবুব, No Comment

নতুন একটা পেজ বানিয়েছে প্রয়োজনীয়-অপ্রয়োজনীয় সাইটের লিংক দিয়ে। দেখতে ঢু মারুন এখানে http://mahbub4s.synthasite.com

জি-মেইল প্রেরণকারীর আইপি এড্রেস খুজে পাবেন যেভাবে

৪:৪৪ AM, Posted by মাহবুব, No Comment




নিচের ধাপগুলো অনুসরন করে আপনি সহজেই আপনার কাছে জি-মেইল প্রেরণকারীর আইপি এড্রেস খুজে পাবেন।

Google’s Gmail

০১: আপনার ই-মেইল একাউন্ডে প্রবেশ করুন।
০২: এবার যে মেইলটির আইপি এড্রেস বের করতে চাচ্ছেন তা ওপেন করুন।
০৩: এবার চিত্রের মত Reply লিংকটির ডানপাশের ড্রপবাটনটিতে ক্লিক করুন এবং Show Original সিলেক্ট করুন লিষ্ট থেকে।
০৪: এবার আপনি চিত্রের মত একটি টেকনিক্যাল পার্ট দেখতে পাবেন। নিচের চিত্রের মত Received from এর সামনে অংশটি দেখতে পাচ্ছেন এটাই ই-মেইল সেন্ডারের আইপি।

কম্পিউটার নিরীক্ষার সফটওয়্যার

৭:০৭ AM, Posted by মাহবুব, No Comment

অনেক সময় বিভিন্ন প্রয়োজনে আমাদের কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যার নিরীক্ষার প্রয়োজন পড়ে। Belarc Advisor নামক নিরীক্ষার সফওয়্যারটির মাধ্যমে এ কাজটি খুব সহজেই করা যায়। এজন্য

http://www.belarc.com/free_download.html

ঠিকানার ওয়েবসাইট থেকে মাত্র ১।৯ মেগাবাইটের সফটওয়্যারটি নামিয়ে নিন। এবার ইন্সটল করে রান করুন। দেখবেন আপনার কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যার এর সকল তথ্য পেয়ে গেছেন।




 
META NAME="page-type" CONTENT="Free/> META NAME="audience" CONTENT="ALL/> META NAME="page-topic" CONTENT="garment's-buying,friend/> META NAME="author" content="garments-buying/> META NAME="Subject" CONTENT="garments-buying/>