RSS : Articles / Comments


উইন্ডোজ 7 এর জন্য ফ্রি অ্যাকটিভিশন কি

১২:০৩ PM, Posted by মাহবুব, No Comment

মাইক্রোসফট কোম্পানী তাদের সর্বশেষ অপারেটিং সিস্টেম উইন্ডোজ 7 RC (build 7100) এর জন্য বেশ কিছু ফ্রি অ্যাকটিভিশন কি দিয়েছে। তবে এই কিগুলোর মেয়াদ থাকবে 2010 সালের মার্চ মাস পর্যন্ত। এবং মাইক্রোসফট এর ভাষ্যমতে এরপর যদি আসল অ্যাকটিভিশন কি কেনা না হয়, তবে প্রতি দুই ঘন্টা পরপর পিসি অটোমেটিক শাটডাউন হবে এবং জুন থেকে স্থায়ীভাবে উইন্ডোজ 7 ডিজেবল বা বন্ধ হয়ে যাবে।

কি গুলো হচ্ছে:

MM7DF-G8XWM-J2VRG-4M3C4-GR27X

KGMPT-GQ6XF-DM3VM-HW6PR-DX9G8

MVBCQ-B3VPW-CT369-VM9TB-YFGBP

KBHBX-GP9P3-KH4H4-HKJP4-9VYKQ

BCGX7-P3XWP-PPPCV-Q2H7C-FCGFR

RGQ3V-MCMTC-6HP8R-98CDK-VP3FM

Q3VMJ-TMJ3M-99RF9-CVPJ3-Q7VF3

6JQ32-Y9CGY-3Y986-HDQKT-BPFPG

P72QK-2Y3B8-YDHDV-29DQB-QKWWM

6F4BB-YCB3T-WK763-3P6YJ-BVH24

9JBBV-7Q7P7-CTDB7-KYBKG-X8HHC

C43GM-DWWV8-V6MGY-G834Y-Y8QH3

GPRG6-H3WBB-WJK6G-XX2C7-QGWQ9

MT39G-9HYXX-J3V3Q-RPXJB-RQ6D7

MVYTY-QP8R7-6G6WG-87MGT-CRH2P


Share/Save/Bookmark

উইন্ডোজ 7 এর RC Build 7100 রিলিজ হয়েছে সকলের জন্য, এখনই ডাউনলোড করুন।

৪:৩১ AM, Posted by মাহবুব, No Comment

অবশেষে মাইক্রোসফট কোম্পানি তাদের লেটেস্ট অপারেটিং সিস্টেম উইন্ডোজ 7 ডাউনলোডের জন্য অবমুক্ত করেছে। কোন ডাউনলোড লিমিট নেই, নেই কোন স্পীড লিমিট সুতরাং যখন খুশী যেখানে খুশী বসে ডাউনলোড করুন।



ডাউনলোড লিংক:
01. Download Windows 7 RC Build 7100

02. Alternate Link

ডাউনলোডকৃত ফাইলটি আছে ISO ফরম্যাটে। সুতরাং এটি ডাউনলোডের পর কোন ISO বার্ণার দ্বার বার্ণ করতে হবে(যেমন Nero)।


Share/Save/Bookmark

ডাউনলোড করুন ফ্রি অ্যান্টিভাইরাস

১:৫৮ AM, Posted by মাহবুব, No Comment

উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত কম্পিউটারকে গতিশীল রাখতে এবং বিভিন্ন নিত্যনতুন ভাইরাসের হাত থেকে রক্ষা করার জন্য অ্যান্টিভাইরাসের বিকল্প নেই। বাজার থেকে অ্যান্টিভাইরাস কিনতে গেলে বেশ টাকা গুণতে হয়। আবার সাধারণভাবে বিভিন্ন অ্যান্টিভাইরাস নির্মাতা প্রতিষ্টানগুলো তাদের ওয়েবসাইট থেকে তাদের অ্যান্টিভাইরাসগুলোর ট্রায়াল ভার্সন নামাতে দেয়, ফুল ভার্সন কখনই নয়। নিচে বেশ কিছু ঠিকানা দেয়া হল যেখান থেকে বিনামূল্যে অ্যান্টিভাইরাসের ফুল ভার্সন নামানো যাবে।

বিট ডিফেন্ডার: এই জনপ্রিয় অ্যান্টিভাইরাসটির বিনামুল্যের সংস্করণ নামানো যাবে। তবে এ ক্ষেত্রে ই-মেইল ঠিকানা থাকতে হবে। ঠিকানা: http://www.bitdefender.com/site/Downloads/browseEvaluationVersion/1/42

অ্যাভাস্ট: আরেকটি জনপ্রিয় অ্যান্টিভাইরাস অ্যাভাস্ট। একাধিক ভাষার সংস্করণের পাশাপাশি এতে বিভিন্ন ধরণের স্কিণ লাগানো যায়। নামানো যাবে http://www.avast.com/eng/download-avast-home.html

এভিরা: এ এন্টিভাইরাসটি একটি জার্মান প্রতিষ্ঠান বিনামূ্ল্যে নামানোর সুযোগ দিচ্ছে http://www.free-av.com/en/dowload/1/avira_antivir_personal_free_antivirus.html

উইন্ডোজ এক্সপি ইন্সটল করার পর উইন্ডোজ ভিসতা চালু হচ্ছে না!!

১:১০ PM, Posted by মাহবুব, No Comment

আপনি যদি এক্সপি এবং ভিসতা দুটিকেই চালাতে চান, তবে আপনাকে প্রথমে এক্সপি ইন্সটল করতে হবে এবং এরপর ভিসতা ইন্সটল করতে হবে। উইন্ডোজ এক্সপিকে যদি উইন্ডোজ ভিসতার পরে ইন্সটল করা হয় তবে উইন্ডোজ এক্সপির বুট লোডার উইন্ডোজ ভিসতার বুট লোডারকে প্রতিস্থাপিত করে।
এ কারণে আপনি যদি উইন্ডোজ ভিসতার পরে উইন্ডোজ এক্সপি ইন্সটল করে থাকেন তবে আপনি ভিসতাতে বুট করতে পারবেন না। কিন্তু নিচের কয়েকটি ধাপ অনুসরণ করেই আপনি আপনার উইন্ডোজ ভিসতার বুট লোডারকে পুনরুদ্ধার করতে পারবেন।

ধাপ 1: VistaBootPRO ডাউনলোড করুন।এটা একটা চমৎকার Software যা উইন্ডোজ ভিসতার বুট লোডারকে মাত্র কয়েক সেকেন্ডে পুনরায় ইন্সটল করতে পারে।

ধাপ 2: Software টি ইন্সটল করে রান করুন।

ধাপ 3: এবার নিচের ছবির মত Bootloader বাটনে ক্লিক করুন



ধাপ 4: অপশন থেকে “Reinstall the Vista Bootloader” সিলেক্ট করুন এবং “Configure It” বাটনে ক্লিক করুন।
ব্যস হয়ে গেল। এটা আপনার বুটলোডারকে ইন্সটল করবে। এছাড়া আপনি এর মাধ্যমে সম্পাদনা করতে পারবেন বুটলোডারের টাইমআউট, ডিফল্ড বুট এন্টারি, বুট এন্টারি লেভেল প্রভৃতি।

ডাউনলোড লিংক

লিনাক্সের পার্টিশন(ext2/ext3) ব্যবহার করুন উইন্ডোজে থেকেই

১১:৪৪ PM, Posted by মাহবুব, No Comment

আমরা সাধারন ভাবে জানি যে উইন্ডোজের পার্টিশন(NTFS, FAT32) লিনাক্সে ব্যবহার করা গেলেও লিনাক্সের পার্টিশন(ext2, ext 3) উইন্ডোজে ব্যবহার করা যায় না। কিন্তু নিচের চারটি আর্কষনীয় চারটি টুল ব্যবহার করে আপনি সহজেই আপনার লিনাক্স পার্টিশনগুলো উইন্ডোজে থেকে Access করতে পারবেন।

1)Explore2fs (Read-only Access)
2)Ext IFS (Installable File System) (Read as well as Write Access)
3)DiskInternals Linux reader(Read-only Access)
4)Ext2 FSD (File System Driver) (Read as well as Write Access)


Explore2fs:

এটা উইন্ডোজর সকল ভার্সনেই চলবে এবং এটা ext2/ext3 ফাইল সিস্টেম রিড করতে পারে।

http://img128.imageshack.us/img128/9207/explore2fs.png

ডাউনলোড লিংক http://www.chrysocome.net/explore2fs

Ext2 IFS (Installable File System)

Ext2 IFS উইন্ডোজ NT4.0/2000/XP/2003/Vista সাপোর্ট করে এবং লিনাক্সের Ext2 ফাইল সিস্টেম পূর্ণ ভাবে Access করতে পারে(read access and write access).

http://img244.imageshack.us/img244/6081/ext2ifs.png

ডাউনলোড লিংক http://www.fs-driver.org/download.html

DiskInternals Linux reader:

DiskInternals Linux reader উইন্ডোজের সকল ভার্সনেই চলবে এবং এটা দ্বারা ext2/ext3 ফাইল সিস্টেম ব্রাউজ করা যাবে। এই টুলটি read-only.

http://img128.imageshack.us/img128/2973/diskinternalslinuxreade.png

ডাউনলোড লিংক http://www.diskinternals.com/linux-reader


Ext2 FSD (File System Driver)

Ext2 FSD হচ্ছে একটা ওপেন সোর্স লিনাক্স ext2/ext3 ফাইল সিস্টেম ড্রাইভার উইন্ডোজের জন্য(NT/2K/XP/VISTA, X86/AMD64)

http://img172.imageshack.us/img172/3888/ext2fsd.jpg

ডাউনলোড লিংক http://www.sourceforge.net/project/show … p_id=43775


 
META NAME="page-type" CONTENT="Free/> META NAME="audience" CONTENT="ALL/> META NAME="page-topic" CONTENT="garment's-buying,friend/> META NAME="author" content="garments-buying/> META NAME="Subject" CONTENT="garments-buying/>