RSS : Articles / Comments


আপনার এক্সপি দিন ভিসতা লুক

৯:১৮ PM, Posted by মাহবুব, No Comment

যাদের উইন্ডোজ ভিসতা চালানোর জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার সাপোর্ট না থাকে তবে আপনি একটু নিচের সফটওয়্যারগুলো ডাউনলোড করে আপনার এক্সপি কে দিতে পারেন ভিসতা লুক।

উইন্ডো ব্লাইন্ড: এই সফটওয়্যারটি দিয়ে উইন্ডোজ এক্সপির বিভিন্ন স্টাইল পরিবর্তন করতে পারবেন। টাইটেল বার, টুলবার প্রভৃতি পরিবর্তন করা যাবে ইচ্ছেমত। এছাড়া থিম, স্ক্রিন পরিবর্তন করা যাবে।ডাউলোডের ঠিকানা:: http://www.pcworld.com/downloads/file/fid,6126-onder,1-page,1-c,desktop/description.html

ডেস্কটপ সাইডবার: ভিসতার একটি অন্যতম চমকার ফিচার হচ্ছে ডেস্কটপ সাইডবার। এটিতে থাকছে দিনপঞ্চিকা, ক্যালকুলেটর, মিডিয়া প্লেয়ার চালানোর জন্য লিংক। সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে এটিকে অটোহাইড করা যাবে। আপনি যখন মিডিয়া প্লেয়ার এর মাধ্যমে গান চালাবেন তখন আপনি যদি উইন্ডোজের টাস্কবার থেকে এর লিংকটি বাদ দিয়ে দেন, তাহলেও গান চলতে থাকবে। ফলে নতুন কেউ বুঝতে পারবে না আপনার কম্পিউটারে কোথা থেকে গান চলছে।

ডাউনলোডের ঠিকানা :: http://www.pcworld.com/downloads/file/fid,64384-order,1-page,1-c,desktop/description.html

ফোল্ডার মেকার: এবার আপনি বদলে নিতে পারেন আপনার ফোল্ডারের আইকন এবং আইকনের ব্যাকগ্রাউন্ড। এটি দ্বারা আপনি ইচ্ছেমত বানাতে পারবেন আইকন এবং সেগুলো ব্যবহার করতে পারবেন। ডাউনলোডের ঠিকানা :: http://www.pcworld.com/downloards/file/fid,64378-order,1-page,1-c,desktop/description.html

No Comment



 
META NAME="page-type" CONTENT="Free/> META NAME="audience" CONTENT="ALL/> META NAME="page-topic" CONTENT="garment's-buying,friend/> META NAME="author" content="garments-buying/> META NAME="Subject" CONTENT="garments-buying/>