RSS : Articles / Comments


ফোল্ডার আইকন পরিবর্তন করুন

১২:৩১ AM, Posted by মাহবুব, No Comment

উইন্ডোজে মাই মিউজিক, মাই পিকচার্স আর মাই ভিডিওজ - এই তিনটি ছাড়া বাকি সব ফোল্ডার একই রকম - সেই বিরক্তিকর হলুদ বর্ণের আইকন বিশিষ্ট।।

উইন্ডোজ এক্সপিতে ফোল্ডার আইকন পরিবর্তনের সবচেয়ে সহজ উপায়টি হচ্ছে, ফোল্ডারটি সিলেক্ট করে অথবা এর ভেতরে প্রবশে করে রাইট ক্লিক করে Properties > Customize > Change Icon এ ক্লিক করে প্রাপ্ত ডায়ালগ বক্স থেকে পছন্দের আইকনটি সিলেক্ট করে পরপর দুইবার OK বাটনে ক্লিক করে ফিরে এসে রিফ্রেশ করা। কিন্তু সমস্যা হল, এখানে আইকনের সংখ্যা সীমিত - মাত্র 234 টা। আপনার যদি এই আইকনগুলো পছন্দ না হয়, তবে নিজের ইচ্ছেমতো কোন আইকন ফাইলকে (*.ico) ফোল্ডারটির আইকন হিসেবে প্রদর্শন করতে চান তবে আপনাকে নিচের পদ্ধতি অনুসরন করতে হবে।
প্রথমে পূর্বের মতো Properties > Customize > Change Icon এ ক্লিক করুন। এবার প্রাপ্ত ডায়ালগ বক্স থেকে Browse বাটনে ক্লিক করে ঐ আইকন ফাইলটি ব্রাউজ করে সিলেক্ট করে Open বাটনে ক্লিক করে পরপর দুইবার OK বাটনে ক্লিক করে ফিরে এসে রিফ্রেশ করুন। তবে এই পদ্ধতি মোটেই স্থায়ী নয়। কারণ এতে ফোল্ডারটির অথবা আইকনটির নাম অথবা স্থান পরিবর্তিত হলে সেই পুরানো হলুদ বর্ণের ডিফল্ট ফোল্ডার আইকনটিই আবার ফিরে আসে। আপনি নিশ্চয়ই বৈচিত্র আনার জন্য এই বিরক্তিকর হলুদ রংয়ের ফোল্ডারগুলোর পরিবর্তে বিভন্ন ধরনের ফোল্ডারের জন্য বিভিন্ন ধরনের আইকন দেখতে পছন্দ করবেন! ইচ্ছে করলে বাড়তি কোন প্রোগ্রাম ছাড়াই আপনি নিজের খুশিমতো বিভিন্ন ফোল্ডারের জন্য বিভিন্ন আইকন নির্দিষ্ট করে দিতে পারবেন খুব সহজেই

No Comment



 
META NAME="page-type" CONTENT="Free/> META NAME="audience" CONTENT="ALL/> META NAME="page-topic" CONTENT="garment's-buying,friend/> META NAME="author" content="garments-buying/> META NAME="Subject" CONTENT="garments-buying/>