ডেস্কটপে রাইট ক্লিক করে Properties নির্বাচন করুন। এবার Display Properties উইন্ডোর Appearence ট্যাবে ক্লিক করুন।Effect বাটনে ক্লিক করুন।এবারFade ড্রপডাউন মেনুর ওপরের টিক চিহ্নটি তুলে দিন। এখন থেকে মেনু দ্রুত বের হবে।
টিপস ২
My Computer-এর Properties যান। এবার রিমোট ট্যাবে ক্লিক করুন।এবার Allow Remote Users to Connect লেখাটির পাশের টিক চিহ্নটি তুলে দিন। এবার Apply-এ ক্লিক করে OK-তে ক্লিক করুন। পিসির গতি বেড়ে যাবে অনেকখানি।
টিপস ৩
ডেস্কটপের My Computer রাইট আইকনে ক্লিক করুন।Properties সিলেক্ট করুন।সিস্টেম প্রপার্টিজ ওপেন হবে।এবার Auto Update ট্যাবে ক্লিক করুন।এরপর Turn Off Auto Update রেডিও বাটনে ক্লিক করুন। এতে অটো আপডেট বন্ধ হবে এবং আপনার ইন্টারনেট সংযোগের গতি বাড়বে।
টিপস ৪
Startমেনুতে ক্লিক করে Run-এ ক্লিক করুন। এবার ডায়ালগ বক্সে লিখুন msconfig এবং এন্টার চাপুন। সিস্টেম কনফিগারেশন ইউটিলিটি ওপেন হবে।এবার startup ট্যাবে ক্লিক করুন।এখন যে প্রোগ্রামটি উইন্ডোজ চালু হওয়ার সময় চালু করতে চান না, তার বামপাশের টিক চিহ্নটি তুলে দিন।এভাবে অপ্রয়োজনীয় প্রেগ্রামগুলো বাদ দেওয়ার পর OK-তে ক্লিক করুন। পিসি রিস্টার্ট করুন।গতি দেখে নিজেই অবাক হয়ে যাবেন।
টিপস ৫
সিস্টেম কনফিগারেশন ইউটিলিটি চালু করুন(Start>Run>msconfig)। এবার Service ট্যাবে ক্লিক করুন। এখান থেকে অপ্রয়োজনীয় সার্ভিসগুলো (যেমন- Alerter, Error Reporting, Cd Burning) বন্ধ করুন।এতে পিসির মুল্যবান মেমোরি বেচে যাব অনেকখানি। এবার OK করে রিস্টার্ট করুন। তবে কোন সার্ভিস বন্ধ করার আগে ভালো করে দেখে নিবেন।কারণ প্রয়োজনীয় কোন সার্ভিস বন্ধ করলে পিসি বুট নাও করতে পারে।
টিপস ৬
সিস্টেম প্রপারর্টিস চালু করুন(Start
টিপস ৭
সিস্টেম প্রপার্টিজ ওপেন করুন(Start>Control Panel>System) Advanced ট্যাবে ক্লিক করুন। এবার Performance-এর Setting বাটনে ক্লিক করুন। এবার নতুন আসা উইন্ডোতে Custom রেডিও বাটনে ক্লিক করুন।। এবার দু’বার Ok করুন।এই টিপসটির ফলে আপনার পিসির লুক এন্ড ফিল নষ্ট হবে না।কিন্তু গতি বাড়বে অনেক।
টিপস ৮
যদি আপনার ইন্টারনেট সংযোগ থাকে তবে এই টিপসটি কাজে লাগবে। ডেস্কটপে My Computer-এ রাইট ক্লিক করে Manage সিলেক্ট করুন। এবার সিস্টেম ম্যানেজমেন্ট উইন্ডোর বামদিকে Service and Application এ ডাবল ক্লিক করুন। এবার Service এ ক্লিক করুন। এরপর QosRSVP নামের সার্ভিসটি খুজে বের করে ডাবল ক্লিক করুন।এবার নতুন আসা উইন্ডোর ড্রপডাউন মেনু থেকে Disable সিলেক্ট করুন। Ok করুন এবং পিসি রিস্টার্ট করুন।
টিপস ৯
ডেস্কটপে My Computer-এ রাইট ক্লিক করে Mange-এ ক্লিক করুন।Computer Management চালু হবে। এবার বামদিকের Device Manager এ ক্লিক করুন। এরপর উইন্ডোর ডানদিকে IDE ATA/ATAPI Controllers এ ডাবল ক্লিক করুন। এবার Primary IDE চ্যানেল-এ ডাবল ক্লিক করুন। নতুন আসা উইন্ডোর Advanced Setting ট্যাবে ক্লিক করে করুন। এবার দুটি Transfer Mode ড্রপডাউন মেনু থেকে DMA if Available সিলেক্ট করুন।এরপর Secondary IDE Channel-এর ক্ষেত্রেও তাই করুন। এবার OK করে Computer Management উইন্ডো বন্ধ করে দিন। পিসি রিস্টার্ট করুন।
নতুন আসা উইন্ডোর Disable Error Reporting রেডিও বাটন সিলেক্ট করুন নিচের তালিকায় বিভিন্ন ভিজ্যুয়াল অপশনের টিক চিহ্ন তুলে দিন, শুধু সবার নিচের তিনটি বাদে