RSS : Articles / Comments


উইন্ডোজ এক্সপির Context মেনুতে Insert অপশন যুক্ত করুন

২:৩৫ PM, Posted by মাহবুব, No Comment


উইন্ডোজ এক্সপিতে যদি আমরা CD/DVD ড্রাইভে ডান বাটনে ক্লিক করি তখন আমরা “Eject” নামক একটি অপশন দেখতে পাই। আমরা এখানে ইচ্ছে করলেই “Insert” নামক নতুন একটি ট্রে তৈরি করতে পারি। নিচের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা CD/DVD এর Context মেনুতে Insert অপশনটি কিভাবে যুক্ত করা যায় তা দেখব।

১: নিচের জিপ ফাইলটি ডাউনলোড করুন এবং এই dll ফাইলটি আপনার “%windir%\System32” ফোল্ডারে কপি করুন

cdeject.zip

২: এরপর নিচের ফাইলটি ডাউনলোড করুন এবং extract করে .reg ফাইলটি রান করুন

insert_reg.zip

এরপর আপনি আপনার CD/DVD এর Context মেনুতে Insert অপশনটি দেখতে পাবেন।

No Comment



 
META NAME="page-type" CONTENT="Free/> META NAME="audience" CONTENT="ALL/> META NAME="page-topic" CONTENT="garment's-buying,friend/> META NAME="author" content="garments-buying/> META NAME="Subject" CONTENT="garments-buying/>