RSS : Articles / Comments


বের হয়েছে ইন্টারনেট এক্সপ্লোয়ার ৮

৩:২৩ AM, Posted by মাহবুব, No Comment

মাইক্রোসফট কোম্পানি সম্প্রতি তাদের ব্রাউজ করার সফটওয়্যার ইন্টারনেট এক্সপ্লোয়ার নতুন ভার্সন অবমুক্ত করেছে। তবে Windows XP এবং Vista ব্যবহারকারীদের আলাদা আলাদা ভার্সন ডাউনলোড করতে হবে। নিচের ঠিকানাগুলো থেকে বিনামূল্যে ব্রাউজারগুলো নামানো যাবে।

Download IE8 RC1 for Windows XP

Download IE8 RC1 for Windows Vista and Server 2008

Download IE8 RC1 for Windows Vista and Server 2008 (64 bit)

মুছে ফেলুন স্টার্ট বাটন

১২:৫১ AM, Posted by মাহবুব, No Comment

অনেক ব্যবহারকারী আছেন যারা উইন্ডোজের কি ব্যবহার করে থাকেন, স্টার্ট বাটনের পরিবর্তে। আপনি যদি আপনার স্টার্ট বাটনটি মুছে ফেলতে চান তবে নিচের কয়েক কিলোবাইটের সফটয়্যারটি ডাউনলোড করে আনজিপ করে সেটাপ দিয়ে রান করুন। ব্যস দেখবেন স্টার্ট বাটন অদৃশ্য হয়ে গিয়েছে। এখন আপনি WIN কি Ctrl+Esc চেপে স্টার্ট মেনুতে প্রবেশ করতে পারবেন।

স্টার্ট বাটনকে আবার ফিরিয়ে আনতে সিস্টেম ট্রেতে থাকা এর আইকনে ডানবাটনে ক্লিক করে Exit দিন। আর আইকনটি হারিয়ে গেলে একসাথে ctrl+alt+shift+F12 চাপুন এবং “show Icon in System Tray” তে টিকমার্ক দিয়ে Ok করুন।

ডাউনলোড করুন এখান থেকে::

Download Start Killer (32-bit)

Download Start Killer (64-bit)

উইন্ডোজ এক্সপির Context মেনুতে Insert অপশন যুক্ত করুন

২:৩৫ PM, Posted by মাহবুব, No Comment


উইন্ডোজ এক্সপিতে যদি আমরা CD/DVD ড্রাইভে ডান বাটনে ক্লিক করি তখন আমরা “Eject” নামক একটি অপশন দেখতে পাই। আমরা এখানে ইচ্ছে করলেই “Insert” নামক নতুন একটি ট্রে তৈরি করতে পারি। নিচের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা CD/DVD এর Context মেনুতে Insert অপশনটি কিভাবে যুক্ত করা যায় তা দেখব।

১: নিচের জিপ ফাইলটি ডাউনলোড করুন এবং এই dll ফাইলটি আপনার “%windir%\System32” ফোল্ডারে কপি করুন

cdeject.zip

২: এরপর নিচের ফাইলটি ডাউনলোড করুন এবং extract করে .reg ফাইলটি রান করুন

insert_reg.zip

এরপর আপনি আপনার CD/DVD এর Context মেনুতে Insert অপশনটি দেখতে পাবেন।

কিবোর্ড এর কি এর ম্যাপ পরিবর্তন করা

১:০৭ AM, Posted by মাহবুব, No Comment


আমাদের কিবোর্ডে কিগুলো সারিবদ্ধ ভাবে সাজানো থাকে। কিন্তু অনেক সময় আমাদের কোন একটি কি বেশি ব্যবহার করার প্রয়োজন হয়ে পড়ে কিন্তু সেটি যদি সুবিধাজনক স্থানে না থাকে তখন কাজের অসুবিধা সৃষ্টি হয়। এ সমস্যা থেকে মুক্তি পেতে আপনি Sharpkey নামের একটি ছোট প্রোগ্রাম ব্যবহার করতে পারেন যার মাধ্যমে কিবোর্ডের কিগুলো remapping করা যাবে। এ ছাড়াও আপনি কিবোর্ডের যে কোন কি ডিজেবল করে রাখতে পারবেন, যেমন Casp Lock। নিচের ডাউনলোড লিংক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে আনজিপ করুন। সফটওয়্যারটি ইন্সটল করার প্রয়োজন হবে নাএখন Add বাটনে ক্লিক করুন যেকোন কি এর ফাংশন পরিবর্তন বা এটাকে ডিজাবেল করতে। এখন বামদিকের বক্স (From key) থেকে Type Key তে ক্লিক করে যে কি টি আপনি পরিবর্তন করতে চান তা প্রেস করুন। এরপর একইভাবে ডানদিকের বক্স থেকে Type Key তে ক্লিক করে পরিবর্তিত যে কি টি দিতে চান তা প্রেস করুন। এরপর ok করে বেরিয়ে আসুন। সবশেষে Write to Registry বাটনে ক্লিক করুন। এটা একটা বার্তা দেখাবে যে, you’ll need to restart or log of your system to take affecet. এর অর্থ হচ্ছে এরপর আপনার পিসিকে রিস্টার্ট বা লগঅফ করলেই এটি কাজ করবে।

Download Link (MSI)

Download Link (ZIP)

New Folder এবং New Shortcut কে কাস্টমাইজ করা

১:০১ AM, Posted by মাহবুব, No Comment


উইন্ডোজ এক্সপিতে যখন আমরা নতুন কোন ফোল্ডার বা শর্টকার্ট তৈরি করি তখন তা New Folder এবং New Shortcut নামে তৈরি হয়। কিন্তু ইচ্ছে করলেই একে কাস্টমাইজ করা সম্ভব। এর জন্য সিস্টেম ফাইল Shell32.dll কে সম্পাদনা করতে হবে যা রয়েছে “%windir%\System32” তে। এখানে %windir% বলতে বুঝানো হয়েছে “C:\Windows” ফোল্ডারকে, যদি আপনি আপনার উইন্ডোজ C ড্রাইভে ইন্সটল করে থাকেন। আমরা একে রিসোর্স হ্যাকারের মাধ্যমে পরিবর্তন করব। প্রথমে আপনার পিসি F8 চেপে সেভ মুডে অন করে নিচের প্রক্রিয়া দেখুন::

০১: "%windir%\System32\Shell32.dll" ফাইলটি রিসোর্স হ্যাকারের মাধ্যমে খুলুন এবং <1896> নামক স্ট্রিং টেবিলটিতে যান।

০২:: এখন ডানদিকের সাইড প্যানে আপনি পূর্বে থেকে নির্বাচিত “New Folder” এবং “New Shortcut” strings টি দেখতে পাবেন।

০৩:: এরপর আপনি পূর্বথেকে নির্বাচিত স্ট্রিং টি আপনার স্ট্রিং দ্বারা রিপ্লেস করুন।

০৪:: এরপর “Compile Script” বাটনে ক্লিক করে ফাইলটি সেভ করুন। এরপর আপনি আপনার কাস্টমাইজড করা নাম দেখতে পাবেন নতুন কোন ফোল্ডার বা শর্টকাট তৈরি করলে।



 
META NAME="page-type" CONTENT="Free/> META NAME="audience" CONTENT="ALL/> META NAME="page-topic" CONTENT="garment's-buying,friend/> META NAME="author" content="garments-buying/> META NAME="Subject" CONTENT="garments-buying/>